ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুটবলের অন্যতম পরাশক্তি দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ৪৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৬১ জন।

আগেরদিন দেশটিতে রেকর্ড ১০ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে সর্বোচ্চ ৮০৪ জন। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। কারণ, দেশটির করোনা টেস্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। টেস্টের সংখ্যা বাড়ানো হলে দৈনিক আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।

ব্রাজিলের সাও পাওলো’র জনসংখ্যা ৪ কোটি ৫৯ লাখ। অর্থাৎ প্রায় স্পেনের সমান। এই মিউনিসিপালিটিতে আক্রান্ত হয়েছে ৪১ হাজার মানুষ। এখানেই মারা গেছে ৩ হাজার ৪১৬ জন।

করোনা সংক্রমণ রুখতে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নানা পদক্ষেপ নিলেও সেগুলো নিষ্প্রোয়জন বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। লকডাউন করার সিদ্ধান্ত নেননি। সামাজিক দূরত্বসহ অন্যান্য বিষয়কেও গুরুত্ব দেননি। করোনাকে তিনি অন্যান্য ভাইরাসের মতোই মনে করেছিলেন। করোনা যে ভয়াবহ হয়ে উঠতে পারে সেটা মনে করেননি।

করোনার বিষয়ে দুইজন দুই মেরুতে অবস্থান করায় ১৭ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। স্বাস্থ্যমন্ত্রীর নেওয়া পদক্ষেপগুলো যে জরুরি ছিলো সেটা এখন ব্রাজিল হাড়ে হাড়ে টের পাচ্ছে।

 

ঢাকা/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়