ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাশিয়ায় করোনায় আক্রান্ত দুই লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ায় করোনায় আক্রান্ত দুই লাখ ছাড়ালো

রাশিয়ায় রোববার একদিনে ১১ হাজার ১২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশের সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৯ হাজার ৬৮৮ জনে।

যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দ্রুততম হারে রাশিয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণে তাদের অবস্থান পঞ্চম। বৃহস্পতিবার তারা জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলে।

গত রোববার থেকে রাশিয়ায় টানা দৈনিক ১০ হাজারের বেশি করোনায় আক্রান্ত হচ্ছে।

দেশটিতে আক্রান্তের হার ব্যাপক হলেও মৃত্যু অন্য দেশের তুলনায় অনেক কম। গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি ১ হাজার ৯১৫ জন।

গত বৃহস্পতিবার মস্কো মেয়র সার্জেই সোবিয়ানিন রাজধানীতে লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। গণপরিবহন ও দোকানে মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করেছেন তিনি, নয়তো জরিমানার শাস্তি পেতে হবে।

মস্কোর বাসিন্দারা অল্প সময়ের জন্য ঘরের বাইরে যেতে পারবে, বাজার করতে কিংবা কুকুরকে হাঁটানোর জন্য। গতকাল শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয় উৎসব সীমিত করেছিল দেশটি।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়