ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে রাজি ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ে রাজি ইরান

কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত ইরান। তবে ওয়াশিংটন এ ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করছে না বলে অভিযোগ করেছে তেহরান। রোববার ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি এ অভিযোগ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বন্দি বিনিময় সম্পাদিত হলে দুই বৈরি দেশের মধ্যে এটি হবে স্বল্প সংখ্যক সহযোগিতার একটি। অন্যথায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও তিক্ততার দিকে মোড় নিতে পারে।

রাবিয়ি বলেছেন, ‘কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই দুই দেশের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করতে আমাদের প্রস্তুতির কথা জানিয়ে আসছি। তবে আমেরিকানরা এখনও জবাব দেয়নি।’

এর আগে উভয় দেশই করোনার প্রাদুর্ভাবের কারণে বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ইরানে। আর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ যুক্তরাষ্ট্রে।

রাবিয়ি বলেন, ‘ওয়াশিংটন আমাদের প্রস্তুতির বিষয়টি অবগত এবং বন্দি বিনিময়ের ক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপের প্রয়োজন পড়বে বলে আমরা মনে করি না।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়