ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল লকডাউন

করোনা-সংক্রমণ ঠেকাতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। রোববার (১০ মে) দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিতে সিএনএন এই তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের গভর্নর গোলামরেজা সরিয়তি বলেন, মানুষ সামাজিক দূরত্বের নিয়ম মানছে না। ফলে ওই প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা তিনগুণ হয়ে গেছে। হাসপাতালগুলোয় ৬০ শতাংশ রোগী বেড়েছে।

এই লকডাউনের ফলে ব্যাংক ও সব ধরনের অফিস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তেল অধ্যুষিত খুজেস্তানের পাশাপাশি ইরানের আরও নয়টি অঞ্চলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, একইদিন ইরানের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে স্কুল খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।


ঢাকা/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়