ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৯৭ লাখ করোনা টেস্ট করিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৭, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯৭ লাখ করোনা টেস্ট করিয়েছে যুক্তরাষ্ট্র

মহামারি করোনাভাইরাসে নাকাল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মে) ভোর পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১৩ লাখ ৮৫ হাজার ২৬২ জন। মারা গেছে সর্বোচ্চ ৮১ হাজার ৭৫৯ জন।

অবাক করা বিষয় হল— ১৩ লাখ ৮৫ হাজার ২৬২ জন করোনা রোগী সনাক্ত করতে এ পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটি ৯৭ লাখ ১১ হাজার ৯৪৭ জন নাগরিকের করোনা টেস্ট করিয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ লাখ ৩৬ হাজার ৭৬৩ জনের করোনা টেস্ট করিয়েছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ৩৪৪ জন। মারা গেছে ২ হাজার ৯ জন। তৃতীয় সর্বোচ্চ ২৭ লাখ ৫৫ হাজার ৭৭০ জনের টেস্ট করিয়েছে জার্মানি। ইতালি করিয়েছে ২৬ লাখ ৬ হাজার ৬৫২ জনের। ২৪ লাখ ৬৭ হাজার ৭৬১ জনের টেস্ট করিয়েছে স্পেন।

যুক্তরাজ্য এ পর্যন্ত ১৯ লাখ ২১ হাজার ৭৭০ জনের টেস্ট করিয়েছে। তুরস্ক করিয়েছে ১৪ লাখ ৩ হাজার ৩২০ জনের। ইউরোপের আরেক দেশ ফ্রান্স এ যাবত করিয়েছে ১৩ লাখ ৮৪ হাজার ৬৩৩ জনের।

বাংলাদেশ করিয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৫ জনের।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়