ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত পুতিনের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত পুতিনের মুখপাত্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ করোনায় আক্রান্ত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে পেশকভ বলেছেন, ‘আমি অসুস্থ। চিকিৎসা নিচ্ছি।’

দিমিত্রি পেশকভকে নিয়ে রুশ সরকারের চার শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, সংস্কৃতিমন্ত্রী ওলগা লিইবিমোভা এবং নির্মাণমন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ। অবশ্য এদের কারো অবস্থাই গুরুতর নয়।  তিন জনের মধ্যে একমাত্র মিশুস্তিন হাসপাতালে ভর্তি আছেন। তিনি সেখান থেকেই ভিডিও লিংকের মাধ্যমে শীর্ষ পর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন।

বার্তা সংস্থা তাসকে পেশকভ  জানিয়েছেন, সর্বশেষ এক মাসেরও বেশি সময় আগে তার সঙ্গে পুতিনের সরাসরি যোগাযোগ হয়েছে।

৫২ বছরের পেশকভ ২০০০ সাল থেকে পুতিনের মুখপাত্র হিসেবে কাজ করছেন। গত ৬ মে থেকে নিয়মিত টেলিফোন ব্রির্ফিংয়ে তার উপস্থিতি ছিল না।

গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী মস্কোর বাইরে নিজের বাড়িতে অবস্থান করছেন পুতিন। সেখান থেকেই তিনি ভিডিও লিংকের মাধ্যমে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়