ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এজিয়ান সাগর থেকে বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এজিয়ান সাগর থেকে বাংলাদেশি উদ্ধার

এজিয়ান সাগর থেকে অন্তত ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। এদের মধ্যে কয়েক জন বাংলাদেশি রয়েছে। বৃহস্পতিবার তুর্কি সংবাদমাধ্যম ইয়েনিসাফাক এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুটি নৌকা থেকে এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এরা সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে কঙ্গো,সিরিয়া, বাংলাদেশ, ফিলিস্তিন ও লেবাননের নাগরিক রয়েছে।

গোপনে ইউরোপে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরেই তুরস্ককে ব্যবহার করে আসছে অভিবাসন প্রত্যাশীরা। বিশেষ করে ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের পর ইউরোপমুখী শরণার্থীদের ঢল নামতে শুরু করেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়