ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি আক্রান্ত

করোনাভাইরাস সংকটে এক মাসের মধ্যে দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রীর বিদায় দেখলো ব্রাজিল। শুক্রবার নেলসন তাইশের আচমকা পদত্যাগের দিনে দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে।

২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ১৩ হাজার ৯৪৪ জন ছিল এই সংখ্যা। গতকাল তা বেড়ে গেলো হাজারের ব্যবধানে। শুক্রবার রেকর্ড ১৫ হাজার ৩০৫ জনের দেহে করোনা পাওয়া গেছে।

একই দিন ৮২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে প্রাণহানি ১৪ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮১৭ জন। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ২২৩ জন।

দৈনিক আক্রান্তের নতুন রেকর্ডের দিন করোনা মোকাবিলায় বোলসোনারোর জিম ও বিউটি পার্লার খোলার সিদ্ধান্তের সমালোচনা করে পদত্যাগ করেছেন তাইশ। অবশ্য পদত্যাগের নির্দিষ্ট কারণ তিনি জানাননি। বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে গত ১৬ এপ্রিল তার পূর্বসূরি লুইস হেনরিক মেনদেতা বরখাস্ত হন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়