ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে করোনায় ১৫ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনায় ১৫ হাজারের বেশি মৃত্যু

নোভেল করোনাভাইরাসের কারণে ব্রাজিলে ১৫ হাজারের বেশি মৃত্যু হলো, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা নতুন ৮১৬ জনের মৃত্যুর খবর দিয়েছে। মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৩৩ জন।

মন্ত্রণালয়ের তথ্য মতে, সংক্রমণের হার আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। শনিবার ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছে। আগের দিন যা ছিল ১৫ হাজারের ওপরে। মোট আক্রান্ত ২ লাখ ৩৩ হাজার ১৪২ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় ব্রাজিল এখন চতুর্থ স্থানে। তারা ইতালি ও স্পেনকে টপকে গেছে। স্পেনে ২ লাখ ৩০ হাজার ৬৯৮ জন আক্রান্ত, আর ইতালিতে সেই সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭৬০।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়