ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮৮ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮৮ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটিতে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ৮৮ হাজার ৭৫৪ জন। আর একদিনে আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ, মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, শনিবার একদিনে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২২৪ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৬০ জন। সেরে উঠেছে ২ লাখ ৬৮ হাজার ৩৭৬ জন। অবশ্য ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯০ হাজার ১১৩ জনের।

গত ডিসেম্বরে চীনে করোনা সংক্রমণের পর ১২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৪৬ লাখ। আর মৃত্যু ৩ লাখ ১১ হাজারের বেশি।

আক্রান্ত আর মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কেউ নেই। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক, সেখানে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৮ হাজার ৪৯ জন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়