ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে একদিনে করোনায় ৫২৪২ আক্রান্ত, মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে একদিনে করোনায় ৫২৪২ আক্রান্ত, মৃত্যু ৩ হাজার ছাড়িয়েছে

ভারতে এবার একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো। সোমবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিক্যাল বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

রোববার (১৭ মে) ছিল ভারতে তৃতীয় দফার লকডাউনের শেষদিন। এ দিন নতুন করে আক্রান্ত হলেন আরও ৫ হাজার ২৪২ জন, যা একদিনে সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ১৬৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মারা গেছেন ১৫৭ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ২৯ জন। চিকিৎসা চলছে ৫৬ হাজার ৩১৩ জনের এবং সুস্থ ৩৬ হাজার ৮২৪ জন।

দেশে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র, সেখানে ৩৩ হাজার ৫৩ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১ হাজার ১৯৮ জনের। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় তাদের পরে আছে গুজরাট, তামিলনাড়ু ও দিল্লি। সোমবার থেকে শুরু হয়েছে চতুর্থ লকডাউন, শেষ হবে ৩১ মে। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের তথ্য মতে, এ পর্যন্ত দেশে ২৩ লাখ করোনা টেস্ট করা হয়েছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়