ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়ালো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়ালো ব্রাজিল

সোমবার পর্যন্ত ব্রাজিলে আড়াই লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাতে যুক্তরাজ্যের মোট আক্রান্তের সংখ্যাকে ছাড়ালো তারা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, বিশ্বে সর্বোচ্চ করোনা শনাক্ত হওয়া দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান এখন তিন নম্বরে।

সোমবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে ৬৭৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে, মোট মৃত্যু ১৬ হাজার ৭৯২ জন। আর রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করেছে তারা। মোট ২ লাখ ৫৪ হাজার ২২০ জন আক্রান্ত নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, লাতিন আমেরিকায় করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৩০ হাজার, সর্বোচ্চ ব্রাজিলে।

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করে তীব্র সমালোচনার মুখে। তার কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এক মাসে দুজন স্বাস্থ্যমন্ত্রীর বিদায় দেখেছে ব্রাজিল।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়