ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার মধ্যেই চীনে ভূমিকম্পে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার মধ্যেই চীনে ভূমিকম্পে নিহত ৪

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউনান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের তথ্য মতে, রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূমিকম্পে চারজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

ইউনান প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পে অন্তত একটি বাড়ি ধসে গেছে। বাসিন্দারা জানায়, কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্প। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ১৬টি শহরে দমকলবাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

চীনে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। বিশেষ করে তিব্বত প্লেটের কারণে দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্প প্রায় সময় হয়।

সম্প্রতি ভূমিকম্পের ঘটনায় গত বছর চীনের সিচুয়ান প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু ও দুইশ মানুষ আহত হয়।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়