ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা রোগীদের প্রলাপ বকা সাধারণ ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা রোগীদের প্রলাপ বকা সাধারণ ঘটনা

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর করোনা রোগীদের বেলায় প্রলাপ বকা ও বিহ্ববল হয়ে পড়া সাধারণ ঘটনা। বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ইনটেনসিভ কেয়ারে এবং ভেন্টিলেশনে থাকার কারণে এই ঝুঁকি আরও বেড়ে যায়। করোনা থেকে সুস্থতার পর চিকিৎসকদের উচিৎ রোগীদের হতাশা, উদ্বেগ ও আঘাত-পরবর্তী চাপজনিত ব্যাধির (পিটিএসডি) বিষয়টি দেখা।

তবে যে সব রোগীর মধ্যে করোনার মাঝারি লক্ষণ রয়েছে তারা এ ধরনের মানসিক রোগে আক্রান্ত হন না।

যুক্তরাজ্য ও ইতালির গবেষকরা দেখেছেন, ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা ৬০ শতাংশ রোগীর মধ্যে সংশয়ভাব ও অস্থিরতার লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসা চলাকালে রোগীদের মধ্যে স্মৃতিভ্রষ্টতা, পুরোনো স্মৃতি হাতড়ানো, ক্লান্তি, অনিদ্রা ও বিমর্ষতা দেখা গেছে।

গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এর আগে সার্স ও মার্স ভাইরাসের প্রাদুর্ভাবের সময় পিটিএসডি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছেন। সুস্থতার দুই বছর পরও ৩৩ শতাংশ রোগী এতে ভুগেছেন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়