ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার পেছনে এত অর্থ কেন: পাকিস্তানি সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার পেছনে এত অর্থ কেন: পাকিস্তানি সুপ্রিম কোর্ট

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, করোনাভাইরাসের সংক্রমণ পাকিস্তানে মহামারির মতো হয়নি। তাই এটি মোকাবিলায় এতো অর্থ কেন খরচ করা হচ্ছে তাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার আদালত সুয়ো মটো রুলে বলেছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের কোনো অভিযোগ না থাকলে শপিং মলগুলো যেন খুলে দেওয়া হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকারের যে বিধিনিষেধ আছে তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

পাকিস্তানে এ পর্যন্ত ৪২ হাজার ১২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯০৩ জন ভাইরাস আক্রান্ত। আক্রান্ত ও মৃতের এই সংখ্যা অবশ্য করোনায় আক্রান্ত পশ্চিমা অনেক দেশের তুলনায় কম।

করোনা মোকাবিলায় সরকারের অর্থ ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

স্বপ্রণোদিত রুলে আদালতে বলেছে, ‘করোনায় পাকিস্তানে গুরুতর প্রভাব পড়েনি। তাই এই করোনাভাইরাসের পেছনে এতো অর্থ ব্যয়ের কোনো কারণ আমরা খুঁজে পাইনি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়