ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেক্সিকোতে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেক্সিকোতে করোনায় দৈনিক মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে এবার একদিনে মৃত্যুর নতুন রেকর্ড হলো মেক্সিকোতে। বুধবার এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪২৪ জন মারা গেছে কোভিড-১৯ রোগে। একই সময়ে মেক্সিকোতে ২ হাজার ২৪৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

দেশটিতে নিশ্চিত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫৬ হাজার ৫৯৪ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৬ হাজার ৯০ জন।

ব্রাজিল ও পেরুর পর লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মেক্সিকোতে।

গত মঙ্গলবার দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২ হাজার ৭১৩ জন। আর গত ১২ মে মেক্সিকো সর্বোচ্চ ৩৫৩ জনের মৃত্যু দেখেছিল। বুধবার সেই হিসাব নতুন করে লিখতে হলো।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়