ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিলে ১ দিনে করোনায় আক্রান্ত ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে ১ দিনে করোনায় আক্রান্ত ২০ হাজার

ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রায় ২০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক দিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি।

বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৫৭৯ তে দাঁড়িয়েছে। একই সময় মারা গেছেন ৮৮৮ জন ভাইরাস আক্রান্ত। এতে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৫৯ এ পৌঁছেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় ব্রাজিল তৃতীয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই এখন দেশটির অবস্থান। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় অবশ্য রিও ডি জেনেরিওর অবস্থান এখন ষষ্ঠ।

ব্রাজিলের এই করোনা পরিস্থিতির অবনতির জন্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে দায়ী করছেন বিরোধিরা।  এর কারণ  হিসেবে বলা হচ্ছে, করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার পক্ষপাতী নন বোলসোনারো। লকডাউন শিথিলে তার উস্কানির জন্যই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়