ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সৌদিতে ঈদ রোববার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সৌদিতে ঈদ রোববার

সৌদি আরবে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশটিতে আগামীকাল শনিবার ৩০ রমজান পূর্ণ হচ্ছে। রোববার পহেলা শাওয়াল হওয়ায় ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে রয়্যাল কোর্ট এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। খবর সৌদি গেজেটের।

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সুপ্রিমি কোর্ট কিংস সালমান ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান মসজিদের খতিবদের, সরকার, সৌদি আরবের জনগণ, প্রবাসী, বিদেশি ও সকল মুসলিম উম্মাহকে অভিনন্দন জানিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতও রোববার ঈদ উদযাপন করবে। আমিরাতের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার চাঁদ দেখা কমিটির সভাপতি আইনমন্ত্রীর সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ঢাকা/শাহেদ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়