ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার আরও মৃত্যু আনছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার আরও মৃত্যু আনছে

করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়ার যে ওষুধ ব্যবহারের দাবি করেছিলেন সেটি আরও মৃত্যু ডেকে আনছে। বিশ্বব্যাপী হাসপাতালগুলোতে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের ওপর পরিচালিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি মহাদেশে হাইড্রোক্সিক্লোরোকুইন ও এর আগের সংস্করণ ক্লোরোকুইন ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া ব্যবহার করা হয়েছে। এতে যে নেতিবাচক ফল পাওয়া গেছে তা দেখে গবেষকরা বলেছেন, এই ওষুধটি পর্যাপ্ত গবেষণা ছাড়া কোভিড-১৯ রোগীদের দেওয়া উচিৎ নয়। বিশ্বব্যাপী এই ওষুধ ব্যবহারের চেষ্টা একটি দুর্বল পরামর্শ।

প্রতিবেদনে বলা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক কোনো প্রমাণ ছাড়াই এই ওষুধ কোভিডি-১৯ রোগীদের দিয়ে যাচ্ছেন। অথচ এই ওষুধটি হৃদযন্ত্রে জটিলতা সৃষ্টি করে।

গবেষকরা গত ২০ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্বের ৬৭১ হাসপাতালে অ্যান্টিবায়োটিকসহ বা  ছাড়া ৯৬ হাজারের বেশি রোগীর ওপর হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগ করেছেন। দেখা গেছে, শুধু হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন ব্যবহারকারীদের প্রতি ছয় জনে এক জনের মৃত্যু হচ্ছে। ক্লোরোকুইন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদের প্রতি পাঁচ জনে এক জন মারা যাচ্ছে,  হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারকারীদের মধ্যে প্রতি চার জনে এক জন মারা যাচ্ছে। আর যারা কোনো ওষুধই নিচ্ছে না তাদের মধ্যে মৃত্যুর হার ১১ জনে এক জন। এছাড়া এই হাইড্রোক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন ব্যবহারকারীদের অধিকাংশেরই হৃদস্পন্দন হার কমে যেতে দেখা গেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়