ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেক্সিকোতে একদিনে করোনায় আক্রান্ত তিন হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেক্সিকোতে একদিনে করোনায় আক্রান্ত তিন হাজার ছাড়ালো

করোনাভাইরাস মহামারি শুরুর পর এতটা খারাপ সময় পার করতে হয়নি মেক্সিকানদের। বৃহস্পতিবারের দৈনিক আক্রান্তের রেকর্ড ছাপিয়ে একদিনে প্রথমবার মেক্সিকোতে তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হলো করোনায়।

শনিবার সন্ধ্যায় নতুন করে ৩ হাজার ৩২৯ জনের কোভিড-১৯ রোগ শনাক্তের খবর দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনদিনের মধ্যে দ্বিতীয়বার মেক্সিকোতে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটলো। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৮৫৬ জন।

মেক্সিকোতে শুক্রবার দৈনিক ৪৭৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। তবে শনিবার তা কমে ১৯০ জনের প্রাণহানি হয়েছে। মোট মৃত্যু বেড়ে হলো ৭ হাজার ১৭৯ জন।

মহামারি শুরুর পর এই সপ্তাহ বাজে কেটেছে মেক্সিকোর। মোট মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশ হয়েছে এই সময়ে। দুই মাস আগে ১৮ মার্চ দেশটিতে করোনায় প্রথম মৃত্যু হয়।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়