ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে করোনায় আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনায় আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়ালো

ব্রাজিলে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। ঠিক তিন মাস পর দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়ালো। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, রোববার নতুন করে ১৫ হাজার ৮১৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে করোনায় মোট আক্রান্ত ৩ লাখ ৬৩ হাজার ১১১ জন। করোনার নতুন কেন্দ্রভূমি হয়ে ওঠা লাতিন আমেরিকার বৃহত্তম দেশে ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৬৫৩ জনের। মোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৬৬৬ জন।

ব্রাজিলে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি সাও পাওলোতে। করোনার সংক্রমণ চূড়ায় না পৌঁছালেও সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে খালি হাতে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন তারা। অন্যদিকে ‘সামান্য ফ্লু’ উপেক্ষা করে দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মনোযোগ অর্থনীতির ক্ষতি সারিয়ে তোলায়। এদিকে ব্রাজিল থেকে সব পর্যটকের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়