ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউরোপের করোনামুক্ত প্রথম দেশ মন্টেনেগ্রা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইউরোপের করোনামুক্ত প্রথম দেশ মন্টেনেগ্রা

ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছে মন্টেনেগ্রো। সোমবার (২৫ মে) দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেনান হ্রাপোভিক এই ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির।

তিনি বলেন, ‘করোনামুক্ত দেশ হিসেবে সামনের দিনগুলোতে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর এগুলোই হবে করোনামুক্ত দেশ হিসেবে আমাদের অবস্থান পোক্ত করার ট্রাম্পকার্ড। ইতিমধ্যে আমরা দেখিয়েছি কিভাবে ভয়ঙ্কর শত্রুর বিপক্ষে লড়াই করতে হয়। আমরা এমন একটি ভাইরাসকে পরাজিত করেছি যেটা পুরো বিশ্বে রাজত্ব করছে।’

প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার ৬৮ দিনের মাথায় মন্টেনেগ্রো নিজেদের করোনামুক্ত ঘোষণা করলো।

সোমবার দেশটি তাদের গবেষণাগারে ১৪০টি স্যাম্পল সংগ্রহ করে এবং তার মধ্যে একজনও করোনা আক্রান্ত ধরা পড়েনি।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগের পরিচালক বোবান মুগোসা বলেন, ‘প্রার্থিত সেই দিনটি এসেছে, যে দিনটিতে কোনো করোনা রোগী সনাক্ত হয়নি। এখন আমরা বলতে পারি মন্টেনেগ্রো এমনই একটি দেশ যেখানে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। কোনো সংক্রমণ নেই।’

মন্টেনেগ্রোতে ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছিল। তার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছে ৩১৫ জন। সাম্প্রতিক সময়ে নতুন করে আর কেউ আক্রান্ত হচ্ছে না দেশটিতে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়