ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুবাইয়ে ব্যবসা কার্যক্রম শুরু বুধবার থেকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুবাইয়ে ব্যবসা কার্যক্রম শুরু বুধবার থেকে

করোনাভাইরাস মহামারি ঠেকাতে নেওয়া কঠোর বিধিনিষেধ শিথিল করার পথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। সরকারি এক ঘোষণায় বুধবার থেকে সেখানে ব্যবসা কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে।

সিনেমা ও মুভি থিয়েটার, জিম এবং ফিটনেস, শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। বিনোদন কেন্দ্রও শর্তসাপেক্ষে খুলছে। ১২ বছরের কম বয়সী শিশুরা এসব সুবিধা ভোগ করতে পারবে না।

মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা ও অন্য সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করে ব্যবসা কার্যক্রম চালু হবে।

দুবাইয়ের প্রিন্স ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেইখ হামদান বিন রাশিদ আল মাক্তুম বলেছেন, ‘কোভিড-১৯ মহামারির প্রতিক্রিয়ায় অনেক খাত যে চাপে রয়েছে, তা আমরা টের পাচ্ছি। এই চ্যালেঞ্জিং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা আমাদের আছে। আশা করি আমরা এই সংকট কাটিয়ে বিজয় অর্জন করবো।’

ব্যবসা কার্যক্রম চালু হবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। এই সময় দেশবাসীর চলাফেরাতেও থাকছে না কোনো কড়াকড়ি।

এখন পর্যন্ত করোনায় ৩০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, মারা গেছে ২৪৮ জন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়