ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার নতুন প্রাদুর্ভাব কেন্দ্র এখন ল্যাটিন আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার নতুন প্রাদুর্ভাব কেন্দ্র এখন ল্যাটিন আমেরিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, পেরু, চিলি, এল সালভেদর, গুয়াতেমালা ও নিকারাগুয়াতে করোনা আক্রান্তের সংখ্যা এখনও বাড়ছে। করোনার নতুন বৈশ্বিক প্রাদুর্ভাব কেন্দ্র হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকা।

সংস্থার আমেরিকা অঞ্চলের পরিচালক এবং প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের প্রধান ক্যারিসা ইতিয়েনি জানান, করোনার প্রাদুর্ভাবের পর গত সপ্তাহে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ।

তিনি বলেন, ‘পেরু ও চিলিতেও বিপুল সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেছে। এই দেশগুলোতে সংক্রমণ আরও বাড়ার চিহ্ন এটি।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই এখন ব্রাজিলের অবস্থান। পেরুতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। চিলিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ। এখানে মারা গেছে আট শতাধিক করোনা আক্রান্ত।

ইতিয়েনি বলেন, ‘আমাদের অঞ্চল কোভিড-১৯ মহামারির কেন্দ্রে পরিণত হয়েছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়