ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্যায় কেনিয়ায় ২৮৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বন্যায় কেনিয়ায় ২৮৫ জনের মৃত্যু

টানা বর্ষণে বন্যা দেখা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়ায়। বুধবার পর্যন্ত (২৭ মে) দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ তে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। হঠাৎ সৃষ্টি হওয়া বন্যায় প্রায় ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটির সরকার এমনই তথ্য দিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

পূর্ব আফ্রিকার দেশটিতে টানা বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধ্বসের কারণে অনেক মানুষকে ঘার-বাড়ি ছাড়তে হয়েছে। গবাদিপশুসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দেশটির সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী ইউজেনে ওয়ামালওয়া বলেছেন, ‘বুধবার মধ্যরাত পর্যন্ত বন্যায় ২৮৫ জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে হঠাৎ সৃষ্ট বন্যায় ৮ লাখ ১০ হাজার ৬৫৫ জন আক্রান্ত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে। তবে আক্রান্তদের ত্রাণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার।’

কেনিয়ার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়