ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্রাজিলে করোনায় আক্রান্ত চার লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনায় আক্রান্ত চার লাখের বেশি

ব্রাজিলে একদিনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। ২৪ ঘণ্টায় ১০৮৬ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে হয়েছে ২৫ হাজার ৫৯৮ জন।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো ২০ হাজারের বেশি সংক্রমণের খবর দিয়েছে। বুধবার ২০ হাজার ৫৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৮২১ জন।

ব্রাজিলে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৪৭ জন।

ব্রাজিলে দিনকে দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সবচেয়ে মারাত্মক পরিস্থিতি দেশের জনবসতিপূর্ণ শহর সাও পাওলোতে। সেখানে ৮৬ হাজার ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬ হাজার ৪২৩ জন।

করোনার সংক্রমণ চূড়ায় না পৌঁছাতেই সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে খালি হাতে জীবন বাঁচানোর সংগ্রাম করছেন তারা। অন্যদিকে ‘সামান্য ফ্লু’ উপেক্ষা করে দেশের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মনোযোগ অর্থনীতির ক্ষতি সারিয়ে তোলায়।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়