ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় দুই মাসে দ. কোরিয়ায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় দুই মাসে দ. কোরিয়ায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

বৃহস্পতিবার করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় আরো ৭৯ জন আক্রান্তের খবর দিয়েছে কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তালিকা অনুযায়ী, ৫ এপ্রিলের পর এটা দৈনিক আক্রান্তের রেকর্ড।

বুধবার রাত পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু ২৬৯ জন।

সিউলের নৈশক্লাবে গুচ্ছ সংক্রমণের পর এবার একটি ই-কমার্স ফার্মের লজিস্টিকস ফ্যাসিলিটি থেকে ছড়িয়েছে করোনা। বুধবার সংক্রমিতদের মধ্যে ৬৯ জনই এই প্রতিষ্ঠানের।

কোরিয়ান বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সিউলের পশ্চিমের এই সেন্টার থেকে নতুন করে সংক্রমণের ঢেউ উঠেছে। বুশানের কোপাং ইংক নামের কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়েছে। রোগীর সংস্পর্শে থাকা প্রত্যেকে সেল্ফ আইসোলেশনের আছেন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়