ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতে করোনায় মৃত্যু বেড়ে সাড়ে চার হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতে করোনায় মৃত্যু বেড়ে সাড়ে চার হাজার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবার লাফিয়ে বাড়লো। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মারা গেলেন ১৯৪ জন। একদিনে করোনায় মৃত্যুতে এটা দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, দেশে করোনায় মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে হয়েছে ৪ হাজার ৫৩১ জন। নতুন করে আক্রান্ত আরো ৬ হাজার ৫৬৬ জন। মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জন। সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৬৯২ জন। চিকিৎসা নিচ্ছেন ৮৬ হাজারের বেশি মানুষ।

বুধবার নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে দিল্লির হিসাব। রাজধানীতে একদিনে আক্রান্ত ৭৯২ জন। মারা গিয়েছেন ১৫ জন৷ দিল্লিতে মোট করোনা পজিটিভের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।

উদ্বেগের কারণ দিল্লির সরকারি হাসপাতালগুলোতে বেড সংকটও। স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পেরেছে, রাজধানীতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কিছু দিনের মধ্যেই সরকারি হাসপাতালগুলোতে আইসিইউর বেডের অভাব দেখা দেবে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়