ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনার সংক্রমণ বাড়ায় দক্ষিণ কোরিয়ায় আবারও কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার সংক্রমণ বাড়ায় দক্ষিণ কোরিয়ায় আবারও কড়াকড়ি

করোনার সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায় রাজধানী সিউলসহ মেট্রোপলিটন এলাকায় নিষেধাজ্ঞা কড়াকড়ি করেছে দক্ষিণ কোরিয়া।  বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউং-হু এ ঘোষণা দিয়েছেন।

শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর আওতায় সিউল, প্রতিবেশী গিওঙ্গি প্রদেশ ও বন্দর নগরী ইনচিওনের পার্ক, জাদুঘর ও থিয়েটারগুলো ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। স্কুলগুলো অবশ্য খোলা থাকবে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এগুলো বন্ধ ঘোষণা করা হবে।

নিউং-হু বলেন, ‘মেট্রোপলিটন এলাকাটি (সিউল) সংক্রমণের ক্লাস্টার হিসেবে দেখা হচ্ছে এবং আমরা যদি এটি কমিয়ে আনতে না পারি তাহলে স্কুলগুলোতে সংক্রমণ ঘটাতে পারে, সেজন্য অফলাইন ক্লাস স্থগিত রাখা হতে পারে।’

কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ এপ্রিলের পর করোনায় আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা।

ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১১ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৬৯ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়