ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘করোনাভাইরাস চীনের অত্যন্ত খারাপ উপহার’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনাভাইরাস চীনের অত্যন্ত খারাপ উপহার’

করোনাভাইরাসকে ‘চীনের অত্যন্ত খারাপ উপহার’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার প্রথম টুইটে ট্রাম্প লিখেছেন, ‘করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ১ লাখে পৌঁছায় আমরা এই মাত্র একটি দুঃখজনক মাইলফলকে পৌঁছেছি। যারা মারা গেছেন তাদের সব পরিবার ও বন্ধুরা যার জন্য দাঁড়িয়েছিলেন ও প্রতিনিধিত্ব করেছেন তাদের সবকিছুর জন্য, আমি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করছি। ঈশ্বর আপনাদের সহায় হোন।’

দ্বিতীয় টুইটে তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস চীনের কাছ থেকে অত্যন্ত খারাপ একটি উপহার, এগিয়ে যান। ভালো না।’

করোনার প্রাদুর্ভাবের জন্য বরাবরই চীনকে দায়ী করে আসছেন ট্রাম্প। এমনকি তিনি দাবি করেছেন, উহানের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে। অবশ্য এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়