ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই সপ্তাহে জাপানে করোনার সর্বোচ্চ সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২২, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুই সপ্তাহে জাপানে করোনার সর্বোচ্চ সংক্রমণ

গত সোমবার জরুরি অবস্থা তুলে নেওয়ার কদিনের মধ্যে আবার জাপানে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে আরো ৬৩ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ জন। ১৪ মের পর একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
নতুন আক্রান্তের ২১ জন জাপানের দক্ষিণের শহর কিতাকিউশুর। ২৩ দিন ধরে সেখানে আক্রান্তের হার শূন্য ছিল। তারপর আবার বাড়তে শুরু করেছে। গত ৬ দিনে নতুন ৪৩ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা জেগেছে।

দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত বেড়ে হলো ১৭ হাজার ৪৩১ জন এবং মৃত্যু ৮৮৭ জনের।

এদিকে ১ জুন মধ্যরাত থেকে জাপানের রাজধানী টোকিও দ্বিতীয় ধাপে খুলবে। এই ধাপে স্কুল, প্রশিক্ষণ কেন্দ্র, জিম, থিয়েটার, শপিং মল ও অন্য অপ্রয়োজনীয় খুচরা দোকানপাট খুলবে জানান শহরের গভর্নর ইউরিকো কোইকে। রেস্তোরাঁ এখনো রাত ১০টায় বন্ধ করতে বলা হয়েছে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়