ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাতিন আমেরিকায় করোনায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লাতিন আমেরিকায় করোনায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার

করোনাভাইরাসের ‘নতুন কেন্দ্র’ হয়ে উঠছে লাতিন আমেরিকা। আক্রান্ত আর মৃত্যু লাফিয়ে বাড়ছে সেখানে। দৈনিক আক্রান্তে ইউরোপ-উত্তর আমেরিকাকেও ছাড়িয়ে যাচ্ছে অঞ্চলটি। শনিবার পর্যন্ত সেখানে করোনায় মোট মৃত্যু ছাড়ালো ৫০ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১০ লাখের কাছাকাছি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তালিকা অনুযায়ী এই অঞ্চলের ব্রাজিল, পেরু, মেক্সিকো ও চিলি মারাত্মকভাবে ভুগছে করোনায়। তাদের হিসাবে লাতিন আমেরিকায় মোট মৃত্যু ৫০ হাজার ১০৫ জন এবং আক্রান্ত ৯ লাখ ৭৬ হাজার ৪২৫ জন। এর মধ্যে অর্ধেকের বেশি মৃত্যু ও আক্রান্ত ব্রাজিলেই, এই অঞ্চলে তারাই শীর্ষে।

বিশ্বে আক্রান্তে ব্রাজিলের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র। ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন ব্রাজিলিয়ান কোভিড-১৯ আক্রান্ত। মৃত্যুতে তারা শনিবার ফ্রান্সকে ছাড়িয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। ব্রাজিলে মোট মৃত্যু ২৭ হাজার ৮৩৪ জন।

লাতিন আমেরিকায় আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরে আছে পেরু। দেশটিতে ১ লাখ ৫৫ হাজার ৬৭১ জনের কোভিড-১৯ রোগ হয়েছে, তার  মধ্যে মারা গেছেন ৪ হাজার ৩৭১ জন। শনিবার দেশটিতে একদিনে ৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।

মৃত্যুতে লাতিন আমেরিকায় ব্রাজিলের পরে আছে মেক্সিকো। শনিবার ৩৬৪ জনের মৃত্যুতে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৭৭৯ জন। ৮৭ হাজার ৫১২ জন মেক্সিকানের করোনা ধরা পড়েছে।

ইকুয়েডরে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সেখানে মৃত্যু ৩ হাজার ৩৩৪ জনের। আক্রান্ত ৩৮ হাজার ৭১ জন। চিলিতে মারা গেছেন মোট ৯৯৭ জন। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৮৫৮ জন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়