ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিক্ষোভ মিছিলে নিউ ইয়র্কের মেয়রের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিক্ষোভ মিছিলে নিউ ইয়র্কের মেয়রের মেয়ে

পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিওর মেয়ে। শনিবার রাতে চিয়ারা ডি ব্লাসিওকে অবৈধ সমাবেশে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার মিনিপোলিস শহরে ফ্লয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে এক পুলিশ কর্মকর্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লয়েডের গলায় হাঁটু গেড়ে বসে আছেন ডেরেক। এর প্রতিবাদে গত ছয় দিন ধরে প্রতিবাদে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশটির ৪০ টি শহরে কারফিউ জারি করা হলেও তা ভেঙে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। একাধিক শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত কয়েক দিনে অন্তত চার হাজার ১০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার নিউ ইয়র্ক সিটি মেয়র ডি ব্লাসিওকে বিক্ষোভকারীদের পক্ষে বেশ সরব থাকতে দেখা গেছে।

এক টুইটে তিনি বলেছেন, ‘কাঠামোগত বর্ণবাদ ভিন্ন বর্ণের মানুষের জীবনকে শিকার করছে। আমরা যা দেখছি তা হচ্ছে, দশকের পর দশকের অবিচারের প্লাবন। আমি আমার নিজের সুবিধাকে দেখছি এবং কেবল অনেক বেশি বুঝছি। কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য প্রতিটি দিন বর্ণবাদে পরিব্যাপ্ত বলার মতো যথেষ্ঠ জানি আমি। আমরা আরও ভালো করব।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়