ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্য এবার পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে।

পুলিশ হেফাজেতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (২ জুন) এ অভিযোগ আনা হয়। খবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের।

গভর্নর টিম ওয়ালজ এবং মিনেসোটার মানবাধিকার কমিশন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে রয়েছেন পুলিশ কর্মকর্তা ডেরেক চউভিন। যা সারাবিশ্বে বিক্ষোভের জন্ম দিয়েছে।

এ ঘটনায় ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

পাশাপাশি ওই সময়ে উপস্থিত থাকা আরো তিন পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে যদিও তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

মিনেসোটার ওই পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে নিষ্ঠুর এবং বৈষম্যমূলক আচরনের অন্যান্য অভিযোগ রয়েছে।


ঢাকা/নাসিম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়