ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার হজে লোক পাঠাবে না ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এবার হজে লোক পাঠাবে না ইন্দোনেশিয়া

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছর হজে লোক পাঠাচ্ছে না ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের দেশটির ধর্মমন্ত্রী ফাচরুল রাজি এ তথ্য জানিয়েছেন।

চলতি বছর ইন্দোনেশিয়ার ২ লাখ ২০ হাজারের বেশি মুসলমানের হজে অংশগ্রহণের কথা ছিল। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে এপ্রিলেই ওমরাহ ও হজ স্থগিত ঘোষণা করেছিল সৌদি আরব। জিলহজ মাস শুরু হতে আর মাত্র দেড় মাস বাকী। অথচ এখনও সৌদি কর্তৃপক্ষ হজ শুরুর ব্যাপারে কিছু জানায়নি।

ধর্মমন্ত্রী ফাচরুল রাজি সংবাদ সম্মেলনে বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় সরকার ২০২০ সালের হজযাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এটা অনেক তিক্ত ও কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমাদের হজযাত্রী ও কর্মীদের সুরক্ষার দায় আমাদেরই।’

তিনি জানান, এবার হজযাত্রীর সংখ্যা অর্ধেক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রেসিডেন্ট জোকো উইদোদো হজ শুরু সিদ্ধান্তের ঘোষণার ব্যাপারে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়