ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ট্রাম্পের সেনা নামানোর সিদ্ধান্তের বিপক্ষে প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ট্রাম্পের সেনা নামানোর সিদ্ধান্তের বিপক্ষে প্রতিরক্ষামন্ত্রী

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আট দিন ধরে  চলা বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে মাঠে নামানোর ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। বুধবার পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে মুখ  খুলেছেন।

এসপার বলেছেন, ‘কেবল মাত্র শেষ অবলম্বন এবং সবচেয়ে জরুরি ও গুরুতর পরিস্থিতি ছাড়া আইন প্রয়োগের ক্ষেত্রে সক্রিয় থাকা সেনা ব্যবহার উচিৎ নয়। আমরা এখনও সেই পরিস্থিতিতে যাইনি। আমি বিদ্রোহ অ্যাক্টের ব্যবহার সমর্থন করছি না।’

গত সোমবার যুক্তরাষ্ট্রের মিনিপোলিস শহরে ফ্লয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে পুলিশের এক সাবেক কর্মকর্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লয়েডের গলায় হাঁটু গেড়ে বসে আছেন ডেরেক। এই ঘটনার প্রতিবাদে গত আট দিন ধরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে। পরিস্থিতি সামাল দিতে ৪০টি শহরে কারফিউ জারি করা হয়েছিল। তবে কারফিউ ভঙ্গ করেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘গভর্নর ও মেয়ররা নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা দিতে ব্যর্থ হলে আমি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নামাবো এবং তাদের জন্য দ্রুত সমস্যার সমাধান করব।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়