ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চারদিনের মাথায় স্পেনে একজনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চারদিনের মাথায় স্পেনে একজনের মৃত্যু, বেড়েছে আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসে মৃতের সংখ্যা শূন্যে নেমে এসেছিল স্পেনে। টানা তিনদিন কোনো মৃত্যু হয়নি। চারদিনের মাথায় এসে বুধবার (৩ মে) স্পেনে করোনায় একজনের মৃত্যু হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমনই তথ্য দিয়েছে। খবর আল জাজিরার।

বুধবার একজনের মৃত্যু হওয়ার পাশাপাশি ২৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৭১ জন। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে ১৪৮ জন। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩২৬। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ১২৮।

নতুন আক্রান্তের অধিকাংশই মাদ্রিদ ও কাতালোনিয়ার। ২১৯ জনের মধ্যে ১৫০ জনই এই দুটি অঞ্চলের।।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়