ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গেলো পাঁচ দিনের প্রতিদিন আক্রান্ত লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৪, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গেলো পাঁচ দিনের প্রতিদিন আক্রান্ত লাখ ছাড়িয়েছে

গত পাঁচ দিন ধরে প্রত্যেক দিন এক লাখের বেশি করোনাভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়ার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ‍বুধবার জেনেভায় প্রাত্যহিক কোভিড-১৯ প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাসচিব ডা. তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস বলেছেন, আক্রান্তের সংখ্যায় এই কদিনে সবচেয়ে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র।

ডব্লিউএইচও বলছে, মধ্য ও দক্ষিণ আমেরিকায় কোভিড-১৯ মহামারি দ্রুত হারে বাড়ছে, বিশেষ করে হাইতিতে। এছাড়া ব্রাজিল, পেরু ও নিকারাগুয়ায় করোনার তীব্রতা আছে। বিশ্বে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, সেখানে ৫ লাখ ৫৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় করোনার হার বাড়লেও আক্রান্তের গতি তীব্র নয় বলছে ডব্লিউএইচও। তবে ইউরোপে আক্রান্তের হার কমছে বলে জানালেন তেদ্রোস, ’২২ মার্চের পর গতকাল (মঙ্গলবার) ইউরোপে সবচেয়ে কম আক্রান্তের তথ্য পেয়েছি আমরা।’



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়