ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ফিলিপাইনের সর্বকনিষ্ঠ করোনা জয়ী শিশুর ‍মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফিলিপাইনের সর্বকনিষ্ঠ করোনা জয়ী শিশুর ‍মৃত্যু

জন্মের পরপরই করোনা যুদ্ধে জিতেছিল কোবে মানহারেস

জন্মের মাত্র ৫ দিনের মাথায় কোভিড-১৯ পজিটিভ। হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় থেকে করোনা যুদ্ধে ফিলিপাইনের সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছিল সে। কিন্তু দুই মাস পূর্ণ হওয়ার আগেই রক্তের সংক্রমণ ও পাকস্থলীর সমস্যায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মারা গেলো কোবে মানহারেস নামের শিশুটি। স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএন এক প্রতিবেদনে এই খবর জানায়।

১২ এপ্রিল জন্ম নেওয়ার পঞ্চম দিনে করোনা পজিটিভ আসে কোবের। কোয়ারেন্টাইন শেষে ২৮ এপ্রিল হাসপাতাল ছাড়ে সে। কিন্তু পাকস্থলী ফুলে যাওয়ায় তিনদিন পর আবার হাসপাতালে তাকে আনা হয়েছিল জানান শিশুটির বাবা রনেল মানহারেস। রক্তে সংক্রমণও ছিল কোবের।

সন্তানের মৃত্যুর খবর নিশ্চিত করে রনেল বলেছেন, ‘তার নাড়িতে সমস্যা ছিল। রক্তও সংক্রমিত হয়েছিল। তার রক্তে গ্লুকোজের মাত্রা ওঠানামা করছিল। কোষ্ঠকাঠিন্য ছিল এবং পাকস্থলীও ‍ফুলে গিয়েছিল।’

ফিলিপাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ, যার মধ্যে মারা গেছেন ৯৭৪ জন।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়