ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিউজিল্যান্ডে টানা ১৩ দিন আক্রান্ত নেই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে টানা ১৩ দিন আক্রান্ত নেই

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড

নিউজিল্যান্ডে টানা ১৩ দিন করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি। এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড।

দেশে আর মাত্র একজন কোভিড-১৯ রোগী আছেন। অসুস্থ হয়ে কেউ হাসপাতালে নেই এবং আর মৃত্যু হয়নি কারও।

বুধবার ২ হাজার ৬৪৯ জনের করোনা পরীক্ষা হয়েছে, মোট ২ লাখ ৮৬ হাজার ১৭৪টি।

নিউজিল্যান্ডে কোভিড ট্রেসার অ্যাপ ডাউনলোড করেছেন ৪ লাখ ৯৫ হাজার জন। গতকালই নিবন্ধন করেছেন ৮ হাজার জন।

সারা বিশ্বে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে ব্লুমফিল্ড বলেছেন, ‘বৈশ্বিকভাবে মহামারির বিবর্তনের এখনও শুরুর দিকে আছি আমরা। আমাদের এখনও জানার অনেক ঘাটতি আছে। হয়তো বিশ্বের অনেক দেশ আমাদের ঈর্ষার চোখে দেখছে। তা সম্ভব হয়েছে কিউইদের অনেক ত্যাগ আর কঠোর পরিশ্রমের জন্য। আমরা যদি ভালো অবস্থানে থাকতে চাই তাহলে এমনটা ভাবা যাবে না যে বিশ্বে এই মহামারি শেষ হয়ে গেছে। ভাবতে হবে এটা কেবল শুরু হলো।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়