ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেক্সিকোতে একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেক্সিকোতে একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

কোভিড-১৯ রোগের মহামারি শুরুর পর থেকে গতকাল বুধবার একদিনে রেকর্ড সংখ্যক রোগী পাওয়ার ও মৃত্যুর ঘটনা ঘটলো মেক্সিকোতে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২ জন মারা গেছে করোনায় যা আগের রেকর্ড মৃত্যুর চেয়ে দ্বিগুণ। গত সপ্তাহে সর্বোচ্চ ৫০১ জনের মৃত্যু হয়েছিল একদিনে। কোভিড-১৯ রোগে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন।

কর্তৃপক্ষ এই সময়ে আরও ৩ হাজার ৯১২ জনের করোনা শনাক্তের খবর দিয়েছে, যা দৈনিক রেকর্ড। টানা দ্বিতীয় দিন আক্রান্তে রেকর্ড হলো মেক্সিকোতে। মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ১ হাজার ২৩৮ জন। তাতে ১৪তম দেশ হিসেবে মেক্সিকোতে করোনা আক্রান্ত ছাড়ালো ১ লাখ।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়