ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চীনে প্রাইমারি স্কুলে নিরাপত্তারক্ষীর ছুরিকাঘাতে আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চীনে প্রাইমারি স্কুলে নিরাপত্তারক্ষীর ছুরিকাঘাতে আহত ৪০

চীনের একটি প্রাইমারি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনায় প্রায় ৪০ জন শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ঘটনাটি ঘটেছে গুয়াংঝি প্রদেশে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উঝু শহরের ওয়াংফুতে অবস্থিত সেন্ট্রাল প্রাইমারি স্কুলে এক নিরাপত্তারক্ষী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হামলা চালায়।

আহতদের প্রত্যেককে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্কুলের প্রিন্সিপাল, একজন নিরাপত্তা কর্মী ও এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারী লি জিয়াওমিনকে পুলিশ গ্রেফতার করেছে। আর বিস্তারিত জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

গত কয়েক বছর ধরে চীনের বিভিন্ন শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। মূলত কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলকে হামলার লক্ষ্যবস্তু করে থাকে তারা।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়