ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১,৩৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১,৩৫০ জনের মৃত্যু

ব্রাজিলে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা প্রাদুর্ভাবের পর এটিই এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

মঙ্গলবার দেশটিতে ১ হাজার ৩৪৯ জন করোনা আক্রান্তের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। একই দিন নতুন করে ২৮ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্তের তথ্য বুধবার জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৫ লাখ ৮৭ হাজার অতিক্রম করেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ৩২ হাজার। এরই মধ্যে বিভিন্ন রাজ্য ও শহর কর্তৃপক্ষ ব্যবসা প্রতিষ্ঠান খোলার তোড়জোড় শুরু করেছে। মঙ্গলবার রাজধানী রিও ডি জেনেরিওর দোকানপাট খোলাও শুরু হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়