ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পেরুতে করোনায় ৫ হাজারের বেশি প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পেরুতে করোনায় ৫ হাজারের বেশি প্রাণহানি

করোনাভাইরাসের নতুন কেন্দ্রভূমি হয়ে উঠছে লাতিন আমেরিকা। ব্রাজিল ও মেক্সিকোর পর অঞ্চলটির তৃতীয় দেশ হিসেবে ৫ হাজারের বেশি মৃত্যু হলো পেরুতে। গত ২৪ ঘণ্টায় ১৩৭ জন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩১ জন।

বৃহস্পতিবার দেশটিতে আরও ৪ হাজার ২৮৪ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মোট আক্রান্ত বেড়ে হলো ১ লাখ ৮৩ হাজার ১৯৮ জন যা লাতিন আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ।

দক্ষিণ আমেরিকায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় ব্রাজিলের ঠিক পরে পেরু। ৬ লাখ ১৫ হাজারের বেশি আক্রান্ত নিয়ে ব্রাজিল শীর্ষে।

হাসপাতালে ৯ হাজারের বেশি কোভিড রোগী চিকিৎসা নিচ্ছেন, তাতে পেরুর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। এরই মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে হাসপাতালগুলোতে, তাতে গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়