ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রায়ালের আগেই করোনার টিকার উৎপাদন শুরু!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ট্রায়ালের আগেই করোনার টিকার উৎপাদন শুরু!

ট্রায়াল শেষ হওয়ার আগেই করোনার টিকা উৎপাদন শুরু করেছে বহুজাতিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটির প্রধান প্যাসকাল সরিয়ট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

প্যাসকাল জানিয়েছেন, টিকা যদি কার্যকর প্রমাণ হয়, তাহলে এর চাহিদা পূরণের জন্য এখনই উৎপাদন শুরু করতে হবে।

তিনি বলেন, ‘আমরা এখনই টিকার উৎপাদন শুরু করতে যাচ্ছি এবং যখন আমরা ফল পাব সেই সময়ের মধ্যেই এটি আমাদেরকে প্রস্তুত রাখতে হবে।’

ব্রিটিশ-সুইডিশভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ২০০ কোটি ডোজ টিকা উৎপাদনে সক্ষম। ইতোমধ্যে তারা টিকার উৎপাদন শুরু করে দিয়েছে।

ট্রায়ালের আগেই টিকার উৎপাদন প্রসঙ্গে প্যাসকাল বলেন,‘আমরা যত দ্রুত সম্ভব উৎপাদন চাই।’

বিষয়টি ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাইলে তিনি বলেন,‘অবশ্যই এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। তবে এটা আর্থিক ঝুঁকি এবং এই আর্থিক ঝুঁকি হবে টিকা কার্যকর না হলেই। তখন সব উপাদান, টিকা-আমরা যা যা উৎপাদন করেছি সব নষ্ট হয়ে যাবে।’

প্যাসকাল জানান, করোনা মহামারির সময় আস্ট্রাজেনেকা তাদের টিকা থেকে কোনো মুনাফা করবে না।

করোনার টিকা উন্নয়নে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে কাজ করছে আস্ট্রাজেনেকা। তাদের উৎপাদিত টিকার অর্ধেক নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়