ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাশিয়ায় সাড়ে চার লাখের বেশি করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাশিয়ায় সাড়ে চার লাখের বেশি করোনা শনাক্ত

করোনাভাইরাসে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লাখ ৬০ হাজার। শনিবার আরও ৮ হাজার ৮৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৭২৫ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার মাত্র ১.২৩ শতাংশ।

২৪ ঘণ্টায় ৮ হাজার ৭০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। করোনা জয় করেছেন ২ লাখ ২১ হাজার ৩৮৮ জন রাশিয়ান। সুস্থতার হার বেড়ে ৪৮.২৬ শতাংশ।

মের মাঝামাঝিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক মৃত্যু ছিল ১০ হাজারের বেশি। তারপর থেকে সংক্রমণ কমতে থাকে। গণহারে করোনা পরীক্ষার পর সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হওয়ার পর তা কমতে থাকায় স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেয় রুশ সরকার।

গত সোমবার থেকে মস্কোর ৯ সপ্তাহের লকডাউন প্রত্যাহার করে দোকানপাট খুলে দেওয়া হয় এবং বাসিন্দারা কিছু সময়ের জন্য ঘরের বাইরে যাওয়ার অনুমতি পান।



ঢাকা/ফাহিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়