ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে চলমান ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ করেছে ৩০ হাজার মানুষ। শনিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেছে।

রয়টার্স জানিয়েছে, আদালত শুক্রবার ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মিছিল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অবশ্য বিক্ষোভ মিছিলের আয়োজকরা শনিবার নিউ সাউথ ওয়েলসের আপিল আদালত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। জরুরি শুনানিতে আদালত আপিলকারীদের পক্ষে রায় দেয়।

পুলিশের হিসেবে, ব্রিসবেনে প্রায় ১০ হাজার মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে যোগ দেয়।

বিক্ষোভকারীরা মাস্ক পরেছিল এবং তাদের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা প্ল্যাকার্ড ছিল। অনেকে আদিবাসীদের পতাকা গায়ে পরেছিলেন। তারা অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি পুলিশের দুর্ব্যবহার বন্ধের আহ্বান জানান।

সিডনি ছাড়াও মেলবোর্ন, অ্যাডিলেড ও অন্যান্য অস্ট্রেলীয় শহরে বিক্ষোভ হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, আদিবাসী অস্ট্রেলীয়দের প্রতি বর্ণবাদ ও সহিংসতা অবসানের দাবিতে ৩০ হাজারের বেশি লোক শহরগুলোতে বিক্ষোভে অংশ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া আরেকটি ভিডিওতে বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে করতে দেখা গেছে পুলিশকে।



ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়