ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চীনে দুই সপ্তাহে প্রথম স্থানীয় সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চীনে দুই সপ্তাহে প্রথম স্থানীয় সংক্রমণ

আগের দিনের চেয়ে তিনজন বেশি করোনাভাইরাস শনাক্তের খবর দিলো চীন। রোববার জাতীয় স্বাস্থ্য কমিশন আরও ৬ জন নতুন কোভিড-১৯ রোগী পাওয়ার তথ্য দিয়েছে। তাদের মধ্যে ৫ জন বিদেশ থেকে এসেছেন। অন্য জন দেশেই সংক্রমিত হয়েছেন, যা দুই সপ্তাহে প্রথম।

স্থানীয়ভাবে সংক্রমিত হওয়া রোগী হাইনান দ্বীপের। দেশের ভেতরে সংক্রমণ রুখে দিলেও ফ্লাইট চলাচলে কড়াকড়ি তুলে নেওয়ায় বাইরে থেকে করোনা ছড়িয়ে পড়া রোধ করা এখন চীনের জন্য বড় চ্যালেঞ্জ।

নতুন রোগী শনাক্ত হওয়ার পর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৮৩ হাজার ৩৬ জন। মৃত্যুর সংখ্যা আগের মতোই, ৪ হাজার ৬৩৪ জন।

স্বাস্থ্য কমিশন আরও ৫ জন উপসর্গহীন রোগী পেয়েছে। আগের দিন যে সংখ্যা ছিল দুজন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়