ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফ্রিকায় ১৮ দিনে আক্রান্ত হয়েছে ১ লাখ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আফ্রিকায় ১৮ দিনে আক্রান্ত হয়েছে ১ লাখ

করোনাভাইরাসের সংক্রমণ এতোদিন আফ্রিকা মহাদেশে ধীরগতিতে হচ্ছিল। তবে সম্প্রতি গতি বৃদ্ধি পেয়েছে বেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে সুবিধাবঞ্চিত মহাদেশটিতে প্রথম ১ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ৯৮ দিন। কিন্তু পরবর্তী ১ লাখ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ১৮ দিন।

তাইতো জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি শঙ্কা প্রকাশ করেছে আফ্রিকা মহাদেশ নিয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাতশিদিসো মোয়েতি বলেছেন, ‘আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশের অর্ধেক দেশে ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা বিপজ্জনক সংকেত।’

মূলত ইউরোপ ভ্রমণ করে আসা বিভিন্নজনের কাছ থেকে আফ্রিকা মহাদেশে ছড়িয়েছে করোনাভাইরাস। শুরুতে এটা রাজধানী, বাণিজ্যিক এলাকা ও বিভিন্ন শহরে সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশের গ্রামাঞ্চলে পৌঁছে গেছে করোনাভাইরাস। যেখানকার স্বাস্থ্যব্যবস্থা একেবারে নাজুক। প্রত্যন্ত অঞ্চলগুলোতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হলে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৯৮৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ হাজার ৭৭৯ জন। সেরে উঠেছে ১ লাখ ২৩৭ জন। চিকিৎসাধীন রয়েছে ১ লাখ ১১ হাজার ৯৭০ জন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়, ৫৮ হাজার ৫৬৮ জন। মৃতের সংখ্যা ১ হাজার ১২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ৭২৬ জন আক্রান্ত হয়েছে মিশরে। মারা গেছে ১ হাজার ৩৭৭ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়