ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় কানাডার চেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় কানাডার চেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে

গত সপ্তাহে করোনায় ৮৪ হাজার আক্রান্ত নিয়ে চীনকে পেছনে ফেলেছিল ভারতের অঙ্গরাজ্য মহারাষ্ট্র। মহামারির উৎপত্তিস্থল উহান শহরকে ছাড়িয়েছিল মুম্বাই। এবার করোনা শনাক্তের সংখ্যায় মহারাষ্ট্র আরেক দেশ কানাডাকে টপকে গেলো।

বৃহস্পতিবার মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৬০৭ জনের করোনা ধরা পড়ে এবং মারা যান অর্ধশতাধিক। তাতেই ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য ৯৭ হাজার ৬৪৮ জন আক্রান্ত নিয়ে কানাডাকে টপকে যায়। কানাডায় মোট আক্রান্ত ৯৭ হাজার ৫৩০ জন। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৪৬ হাজার ৭৮ জন সুস্থ হয়ে গেছেন।

মহারাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯০ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৫৬১ জন রোগী।

আনলক ওয়ান অনুযায়ী কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে দোকানপাট ও বাজার খোলার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র। তবে ধর্মীয় উপাসনালয়, শপিং মল, হোটেল ও রেস্তোরাঁ এখনও বন্ধ আছে।

আক্রান্তের সংখ্যায় ভারত এদিন যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে ঢুকেছে। তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া।



ঢাকা/ফাহিম   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়